মহাকাশে নিজেদের আধিপত্য বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার চীন মঙ্গল গ্রহের উদ্দেশে তিয়ানওয়েন-১ উৎক্ষেপণ করেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মূল ভূখণ্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত হাইনান দ্বীপ থেকে ‘লং মার্চ-৫’ ক্যারিয়ার রকেটে করে তিয়ানওয়েন-১ উৎক্ষেপণ করা হয়।
এপি জানায়, লাইভে একটি সফল লিফট অফ দেখাচ্ছিল, যেখানে রকেট জ্বলজ্বলে কমলা এবং মহাকাশযানটি পরিষ্কার নীল আকাশে ঊর্ধ্বমুখী ছিল।
এ সময় লঞ্চ সাইট থেকে উপসাগর জুড়ে একটি সৈকতে কয়েক শতাধিক উৎসাহী চিৎকার করছিল।
সোমবার সংযুক্ত আরব আমিরাত জাপান থেকে একটি নভোযান উৎক্ষেপণ করেছে। আর চীনের এ মহাকাশযান উৎক্ষেপণ ছিল চলতি সপ্তাহের দ্বিতীয় যা মঙ্গলের কক্ষপথ পরিক্রমণ করবে।
এদিকে, আমেরিকা চলতি মাসের পরের সপ্তাহে তাদের প্রিজারভেন্স নামক মঙ্গলযান উৎক্ষেপণ করবে বলে জানিয়েছে।
মার্স অরবিটার ও একটি রোভার উভয়েরই সাথে চীনের মহাকাশযানটি অন্যদের মতো মঙ্গল গ্রহে পৌঁছতে সাত মাস সময় নেবে।